পাটগুদাম উচ্চ বিদ্যালয়টি ময়মনসিংহ জেলার প্রাণকেন্দ্র পাটগুদাম ব্রীজ মোড়ে অবস্থিত। প্রতিষ্ঠানটি অত্র এলাকায় অবস্থিত হওয়ায় অত্র এলাকার ছেলে-মেয়েদের লেখাপড়ার পথ সুগম হয়েছে এবং অন্ধকার থেকে আলোর পথে আসছে। অত্র অঞ্চলের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে । শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়টি সকল সূচকে ধারাবাহিকভাবে উন্নতি করে আসছে; যে কারণে শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় জনগণ সবার আগ্রহের কেন্দ্র হিসেবে অবস্থান করছে। এখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের আর্থিক-সামাজিক-পারিবারিক জীবনমান বিবেচনা করে শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ সেবা দেয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিদ্যালয়ের প্রশাসন, সম্মানিত শিক্ষক এবং কর্মচারীবৃন্দ।প্রতিদিন শিক্ষার্থীদের সমাবেশ ও শপথের মাধ্যমে ক্লাস-কার্যক্রম আরম্ভ করা হয়। এখানে রয়েছে বায়োমেট্রিক মেশিনে উপস্থিতি গ্রহণ, ক্লোজসার্কিট ক্যামেরায় মনিটরিং, অর্ধ-বার্ষিক, বার্ষিকসহ নিয়মিত ক্লাস-পরীক্ষা, শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে কাউন্সিলিং, সাংস্কৃতিক কর্মকাণ্ড,স্কাউট কার্যক্রম, বিতর্ক প্রতিযোগিতা,দেয়ালিকা প্রকাশ এবং খেলাধুলায় অংশগ্রহণের সুবিধাসহ নানা আয়োজন। আমরা মনে করি, একজন শিক্ষার্থীকে কেবল ভালো মানের শিক্ষা সার্টিফিকেট অর্জন করলেই চলে না, তাকে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হয়। চতুর্থ শিল্পবিপ্লবের বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিয়ে শিক্ষার্থী যাতে মানবসম্পদে পরিণত হতে পারে, সেজন্য আমরা আইটি জ্ঞানসহ নানা ধরনের সফটস্কিল ডেভেলপমেন্ট এর আয়োজন করে থাকি। বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য রয়েছে বৎসরের প্রথম থেকেই হাতে-কলমে ব্যবহারিক ক্লাসের সুযোগ। আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে শিক্ষার্থীদের লাইব্রেরিমুখী করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা মনে করি, শিক্ষা গ্রহণের জন্য প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা জরুরি। সেজন্য যা যা করণীয়, আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেছি। প্রতিষ্ঠানটির ধারাবাহিক উন্নতি আরো দ্রুততর করতে আমরা আশাবাদী। এই শুভ উদ্যোগে যুক্ত নিবেদিতপ্রাণ সম্মানিত শিক্ষক-কর্মচারী, সম্মানিত অভিভাবকবৃন্দ ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রদর্শন করছি। আমরা আশা করছি ভবিষ্যতেও সকল অংশীজন বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া অব্যাহত রাখবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ- নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করে, তত্ত্বাবধায়ক শিক্ষকের পরামর্শ মেনে, তোমরা যদি নিজেদের মান উন্নয়নে লেখাপড়ার দিকে অধিক মনোযোগী হও, তাহলে সাফল্য নিশ্চয়ই তোমাদেরকে ধরা দেবে। মনে রাখতে হবে, বিদ্যালয়ের অংশীজন তোমাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত, মূল কাজটি তোমাদেরই করতে হবে। আমরা গভীরভাবে বিশ্বাস করি তোমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব এবং অবশ্যই সম্ভব। বিদ্যালয়টি হাঁটি-হাঁটি পা পা করে আজ এই পর্যায়ে দাড়িয়েছে। আমি তোমাদের সাফল্য কামনা করছি।
VIEW DETAILS →